ঢাকা, সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বৈধ পথে রেমিট্যান্স আহরণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১৬:৫২

বৈধ পথে রেমিট্যান্স আহরণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার 
বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে কুমিল্লা জেলায় শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এক আর্থিক স্বাক্ষরতা সেমিনারের আয়োজন করে। ছবি: প্রতিবেদক

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে কুমিল্লা জেলায় শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এক আর্থিক স্বাক্ষরতা সেমিনারের আয়োজন করে। উক্ত আর্থিক স্বাক্ষরতা সেমিনারে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় ৩০ জন অংশগ্রহণকারী ছিল যারা সবাই ছিল রেমিট্যান্স প্রেরণকারী পরিবারের সদস্য। উক্ত আর্থিক স্বাক্ষরতা সেমিনারের মূল উদ্দেশ্য কুমিল্লা জেলার মানুষকে হুন্ডির পরিবর্তে বৈধ পথে বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণে অধিকতর উৎসাহিত করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, গুণবতী শাখার ব্যবস্থাপক মোঃ ইউসুফ ইমরান, ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক গাজী মোঃ গোলাম রাব্বী, দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্কুশন ইউনিট এর সদস্য সাহাবুব আলম ও মোহাম্মদ মনজুর রহমান এবং ব্যাংকের ফরেন রেমিট্যান্স ইনচার্জ শাকাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে প্রধান অতিথিসহ সকল বক্তা জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর তাগিদ প্রদান করেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত