আমদানি করা লিফটের দাম বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৫:৪২
সরকার লিফট আমদানিতে শুল্ক ১০ শতাংশ বাড়িয়েছে। ফলে আসছে অর্থবছরে আমদানি করা লিফটের দাম বাড়বে। দেশীয় শিল্পকে অগ্রাধিকার দিতে আমদানি লিফটের দামে শুল্ক বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
অর্থমন্ত্রী যে বাজেট বক্তব্য দিচ্ছেন তার শিরোনাম দেয়া হয়েছে- ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে কিছু দেশীয় শিল্পপ্রতিষ্ঠান লিফট উৎপাদন শুরু করেছে। কিন্তু সম্পূর্ণ অবস্থায় আমদানিকৃত লিফট অ্যান্ড স্কিপ হোয়েস্ট আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশে ভারী শিল্পের প্রসারের স্বার্থে লিফট অ্যান্ড স্কিপ হোয়েস্ট পণ্যটি আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়াও কাঁচামাল সংক্রান্ত উক্ত রেয়াতি প্রজ্ঞাপনটির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি।
বাংলাদেশ জার্নাল/এমএস