ঢাকা, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

ডিআরইউ’র ফল উৎসব অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১৮:৪৭  
আপডেট :
 ০৬ জুলাই ২০২৪, ১৯:১২

ডিআরইউ’র ফল উৎসব অনুষ্ঠিত
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর বার্ষিক ফল উৎসব ইউনিটির সেগুন বাগিচাস্থ কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর বার্ষিক ফল উৎসব শনিবার ইউনিটির সেগুন বাগিচাস্থ কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, ডিআরইউর সাবেক সভাপতি বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার। অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ডিআরইউর সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি শুক্কুর আলী শুভ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, আমরা বারোমাসী আমসহ বিভিন্ন ফল উৎপাদনের চেষ্টা করছি। আমাদের গবেষণাগারে নতুন নতুন গবেষণার মাধ্যমে সব মৌসুমে যেন সব ফল পাওয়া যায় তার পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে বারোমাসী আম ফলনের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে গেছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডিআরইউর সাবেক সভাপতি বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার

তিনি জানান, বাংলাদেশের চাহিদার ৭০ শতাংশ ফল দেশেই উৎপন্ন হয়। আর ৩০ শতাংশ বিদেশ থেকে আনতে হয়। আবার উৎপাদিত ফলের ৩০ শতাংশ নানাভাবে বিনষ্ট হয়ে যায়। এ ব্যাপারে আমরা শিগগিরই পরিকল্পনা গ্রহণ করে কাজ করছি।

তিনি আরও জানান, দেশে দৈনিক ৫ কোটি ডিম প্রয়োজন হয়। এ ডিমের বেশির ভাগই দেশেই উৎপাদিত হচ্ছে। তিনি কৃষি খাতে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশে আর কোন দিন খাদ্য সংকটের কোন সম্ভাবনা নাই। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা কৃষিতে অনেক এগিয়ে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারই নির্দেশনায় আমরা এগিয়ে চলছি।

ফল উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, কলা, লটকনসহ দেশি প্রায় সব রকমের ফল স্থান পায়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলে এ উৎসব।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত