দুই মাসে পালিয়ে বিয়ে একই কলেজের ২০ ছাত্রী
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ২৩:৪৮
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্পর্ক গড়ে দুই মাসে বাগেরহাটের চিতলমারীতে সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। মাসিক কমিটির সভায় কলেজের অধ্যক্ষ মো. বাবুল মিঞা এ তথ্য জানান। তিনি এ জন্য স্কুল-কলেজ চলাকালে কোচিং সেন্টার চালু থাকাকে দায়ী করেছেন।
বুধবার অধ্যক্ষ বাবুল মিঞা বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে জুলাই ও আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যাবহার করে কলেজের কমপক্ষে ১১ জন পালিয়ে বিয়ে করেছে। তবে অনেকের পরিবার তথ্য গোপন করে রেখেছেন। সব মিলিয়ে প্রায় ২০ জনের মতো হবে। তবে এরা অনেকেই প্রাপ্তবয়স্ক ছিল না। এদের অধিককাংশ একাদশ শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে তিনি অভিভাকদের আরও সচেতন হওয়ার অনুরোধ করেন। সন্তানরা কোথায় কি করছেন সে ব্যাপারে নজরদারি করতে বলেন অধ্যক্ষ।
গত সোমবার এই আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
আরও পড়ুন...ফেসবুকে প্রেম করে তরুণদের ফাঁদে ফেলেন সুন্দরী কাজল
এ বিষয়ে বেদবতী মিস্ত্রী বলেন, চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ ২০ ছাত্রী পালিয়ে বিয়ে করেছে বলে সভায় তথ্য উপস্থাপন করেছেন। স্মার্টফোন ও ফেসবুক ব্যবহারের কারণে এমনটি হচ্ছে, যা খুবই উদ্বেগের।
বাংলাদেশ জার্নাল/সামি