ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দুই শিক্ষকের লালসার শিকার হেফজখানার শিশুরা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ০৪:২৩  
আপডেট :
 ২৬ অক্টোবর ২০১৯, ০৯:৪২

দুই শিক্ষকের লালসার শিকার হেফজখানার শিশুরা

দুই শিশুকে যৌন নিপীড়ন এবং তা ধামাপাচা দেয়ার চেষ্টার অভিযোগে চট্টগ্রামে একটি হেফজখানার দুই শিক্ষক ও বাবুর্চিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ এলাকার মাদরাসাতুল মদিনা হেফজখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শিক্ষক আশরাফুল ইসলাম ও আবু রিদওয়ান এবং বাবুর্চি মোস্তাফিজুর রহমান। তাদের সবার বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিক্ষক ও বাবুর্চি অভিযোগ শিকার করায় তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, হেফজখানাটিতে প্রায় দুইশর মতো ছেলে শিশু থাকে। বাবুর্চি মোস্তাফিজুর বিভিন্ন সময়ে শিশুদের যৌন নিপীড়ন করত। দুই শিশু সম্প্রতি বিষয়টি মাদ্রাসা শিক্ষকদের জানালে তারা প্রকাশ না করতে শিশুদের শাসিয়ে দেন। এর মধ্যে একটি শিশু বাসায় গিয়ে যৌন নিপীড়নের বিষয়টি জানালে তার বাবা হেফজখানায় গিয়ে শিক্ষকদের সাথে কথা বললে তাকেও হেনস্তা করে মাদ্রাসা শিক্ষকরা।

ওসি বলেন, এরপর ওই শিশুর বাবা বৃহস্পতিবার থানায় এসে অভিযোগ করলে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে হেফজখানায় আরও কয়েকটি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানতে পারে। এছাড়া আরও তিন শিশু যৌন নিপীড়নের কারণে পালিয়ে গেছে বলেও জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত