অটোরিকশা চাপায় প্রাণ গেলো শিক্ষার্থীর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৯
কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা চাপায় লিজা (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
লিজা উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজামুল হকের মেয়ে। সে ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
দৌলতপুর থানার এস আই রাজিব আহম্মেদ জানান, দুপুরে দৌলতপুর-কাতলামারী সড়কের বড়গাংদিয়া এলাকায় অটোরিকশা চাপায় লিজা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যায়। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি বলে তিনি জানান।
বাংলাদেশ জার্নাল/আরকে