ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পিকনিকের আড়ালে নয়নের সঙ্গে হোটেলে রাত কাটিয়েছিলো মিন্নি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৮  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬

পিকনিকের আড়ালে নয়নের সঙ্গে হোটেলে রাত কাটিয়েছিলো মিন্নি

রিফাত হত্যাকাণ্ডের ২০ দিন পর গ্রেপ্তার হন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। গ্রেপ্তারের পরই মিন্নি প্রধান সাক্ষী থেকে হন আসামি। পাঁচ দিনের রিমান্ডের দু’দিন শেষ হতেই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আদালতে দেয়া মিন্নির সেই জবানবন্দির চুম্বক অংশ বাংলাদেশ জার্নাল এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

জবানবন্দিতে মিন্নি বলেন, ‘২০১৯ সালের শুরুর দিকে কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাওয়ার বাস মিস করি আমি। তখন নয়নের মোটরসাইকেলে আমি কুয়াকাটা যাই এবং নয়নের সঙ্গে একটি হোটেলে রাত্রিযাপন করি।’

রিফাতের সঙ্গে বিয়ের পরও নয়নের সাথে সম্পর্ক ছিলো জানিয়ে মিন্নি জানান, ‘নয়ন মাদকসেবী, ছিনতাই করে এবং তার নামে থানায় অনেক মামলা আছে জানার পর নয়নের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয় এবং রিফাত শরীফের সঙ্গে আমার পূর্বের ভালোবাসার সম্পর্ক আবার শুরু হয়। গত ২৬ এপ্রিল পারিবারিকভাবে রিফাত শরীফের সঙ্গে আমার বিয়ে হয়। রিফাত শরীফের সঙ্গে বিয়ের পরও নয়নের সঙ্গে আমার দেখা-সাক্ষাৎ শারীরিক সম্পর্ক, মোবাইলে কথা-বার্তা, ম্যাসেজ এবং ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ-সবই চলতো।’

এদিকে, বুধবার সকালে কারাগার থেকে ৭ আসামিকে আদালতে হাজির করা হয়। একই সময়ে পরিবারের সঙ্গে আদালতে হাজির হয় নিহত রিফাতের স্ত্রী মিন্নি ও আরিয়ান শ্রাবণ। আদালতে শুনানির সময় ৬ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে আবেদন নামঞ্জুর করেন বিচারক।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত