কোরবানির গরুর মাংসে আল্লাহর নাম!
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৯, ২১:৫১
জামালপুরের মেলান্দহে গরুর মাংসে আল্লাহর নাম ভেসে উঠেছে। শনিবার সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের উদনাপাড় (নয়াপাড়া) গ্রামের কৃষক মানিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দিনভর উৎসুক জনতার ভিড় জমে মাংসটি এক নজর দেখার জন্য।
কৃষক মানিক জানান, গত ঈদুল আযহায় কোরবানি দেয় গরুর মাংস ফ্রিজে রেখে দেয়। রান্নার জন্য ফ্রিজ থেকে বের করে রান্না করা হয়। রান্নাকৃত মাংসের টুকরা দু’টি খাবার জন্য প্লেটে নেয়। খাবার সময় কোনভাবেই মাংসের টুকরোয় দাঁত ফুটানো যাচ্ছে না।
মুখ থেকে বের করে দেখে মাংসের গায়ে আল্লাহর নাম ভেসে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে কৃষক মানিক মিয়ার বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে আসা লোকজন বলাবলি করছে কোরবানির মাংস হতদরিদ্রদের না দিয়ে ফ্রিজে রাখায় আল্লাহ কুদরত দেখিয়ে দিলেন।
নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহবুদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএইচ