হজে গিয়ে আরো দুই বাংলাদেশি নারীর মৃত্যু
সৌদি আরবের পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে।
তারা হলেন-ঢাকা জেলার মোহাম্মদপুর ভাটারার বাসিন্দা শাহনাজ আছিয়া বেগম (৬২) ও কুমিল্লা জেলার দাউদকান্দির বাসিন্দা জোসনা আকতার (৫৩)।
রোববার সকালে এ দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।
এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৩১ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী।
এদিকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৩৫টি ফ্লাইটে মোট এক লাখ ১৭ হাজার ৫২৭ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাংলাদেশ জার্নাল/এনকে