ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৯ ঘন্টা আগে
শিরোনাম

ঠিকাদারদের সর্তক করলেন মেয়র নাছির

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:১০

ঠিকাদারদের সর্তক করলেন মেয়র নাছির

ঠিকাদারদের সর্তক করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, নিদিষ্ট সময়ে কাজ শেষ না করলে ঠিকাদারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারদের কাজ নেওয়ার প্রথম যোগ্যতা হলো কাজ করার সক্ষমতা থাকা।

সোমবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চসিক-জাইকা ও ঠিকাদারদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র নাছির বলেন, কাজের সক্ষমতা নেই এমন ঠিকাদারের কাজ নেওয়াই উচিত না। এতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। ব্যক্তির স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক ঊর্ধ্বে।

সিটি মেয়র ঠিকাদারের উদ্দেশে বলেন, জাইকার অর্থায়নে পোর্ট কানেকটিং, আগ্রাবাদ এক্সেস রোড়, পতেঙ্গা স্কুল, মহব্বত আলী স্কুল, আহমদ মিয়া স্কুল, লালদীঘি লাইব্রেরী ভবন, পশ্চিম মাদারবাড়ী ও পুর্বমাদারবড়ী স্কুলসহ ১৭টি প্রকল্প রয়েছে। এই সব প্রকল্পের বিপরীতে প্রায় ২৯৪ কোটি টাকা কাজ চলমান রয়েছে।

তাই নগরে চলমান এসব উন্নয়ন প্রকল্পের কাজগুলো নির্দিষ্ট সময়ে করতে ঠিকাদারকে পরামর্শ দেন মেয়র। অন্যথায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নিয়ম মতে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন,আলহাজ্ব আবু ছালেহ,মনিরুল হুদা,নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব,ফরহাদুল আলম,ঝুলুন কুমার দাশ,বিপ্লব দাশ, সুদীপ বসাক ও জাইকার প্রজেক্ট ডাইরেক্টর অহিদুল ইসলাম, সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত