ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

নেত্রকোনায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:২৭  
আপডেট :
 ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭

নেত্রকোনায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নেত্রকোনা সদর উপজেলার বিরামপুর উচ্চ বিদ্যালয়ের ফুল ও ফলের বাগানে সকল গাছ রোববার রাতে যেকোন সময় রাতের আধারে উপড়ে ফেলে দিয়ে বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

এরই প্রতিবাদে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সোমবার দুপুরে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা।

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নেক্কারজনক ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিন জানান, আমার জানা মতে বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতি এলাকার কারো কোন বিরোধ নেই। শুধু তাই নয় শিক্ষকদেরও কারো সাথে কোন ব্যক্তিগত শত্রুতা নেই। কে বা কারা এই ধরনের কাজ করেছে আমার জানা নেই। স্কুল প্রতিষ্ঠানে নেক্কারজনক এই কাজকে আমি তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, ১০ম শ্রেণীর টেস্ট পরীক্ষায় ফলাফল ভাল না করায় কিছু শিক্ষার্থীকে বাদ দেয়া হয়েছে। হয়তবা তারাও এ কাজ করতে পারে বলে ধারণা করছেন তিনি।

এদিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত