জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু
প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫
![জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু](/assets/news_photos/2025/02/14/image-284422-1739539614bdjournal.jpg)
ফেনীতে জুমার নামাজ পড়ার সময় আবদুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শহরের মিজান রোড এলাকার তমিজিয়া মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম ঢাকার সাভার এলাকার বাসিন্দা। ফেনীতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল আলিম তমিজিয়া মসজিদের নির্মাণ কাজের জন্য ফেনীতে অবস্থান করছিলেন। দুপুরে মসজিদের তৃতীয় তলায় জুমার নামাজের প্রথম রাকাত চলাকালীন সময়ে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন।
পরে মুসল্লিরা নামাজ শেষে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফুল আমিন রিজভী নামে এক মুসল্লি বলেন, নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পাশে একটি ব্যাগ, দুটি ডিম, একটু মরিচের গুঁড়া ও লবণ রাখা ছিল। এসব হয় তো খাওয়ার জন্য নিয়েছিলেন। কিন্তু নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ ইনচার্জ মিরাজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এফএম