ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মাংস কম দেয়া নিয়ে বর-কনে পক্ষের মারামারি, আহত ৬

  প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯

মাংস কম দেয়া নিয়ে বর-কনে পক্ষের মারামারি, আহত ৬
সংগৃহীত ছবি

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে মাংসের পরিমাণ কম দেয়ায় বর ও কনেপক্ষের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে বরপক্ষের হামলায় কনেপক্ষের ৬ জন আহত হন।

গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে বরপক্ষের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

আহতরা হলেন- কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। তাদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে গত বুধবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের একটি মেয়ের বিয়ে হয়। ওই দিন বিয়ে উপলক্ষ্যে প্রীতিভোজে ৬০ জন বরযাত্রীর খাবারের আয়োজন করা হলেও বরের সঙ্গে শতাধিক লোক চলে আসেন।

এরপর খাবারে মাংসের পরিমাণ কম হওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় বরপক্ষের হামলায় কনেপক্ষের ৬ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, বিয়ের খাবারে মাংস কম দেয়া নিয়ে বরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত