ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পরপরই তিনি নতুন দায়িত্বে যোগ দিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এর আগে শাহজাহান মিয়া অতিরিক্ত সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। গতকাল বুধবার সেখান থেকে তাঁকে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। পরদিনই আজ এই কর্মকর্তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩৮ দিন ধরে ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক পদটি খালি ছিল। এ জন্য উন্নয়ন ও সেবামূলক কাজ বাস্তবায়নের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কিছুদিন আগে করপোরেশনের সচিবের পদে থাকা কর্মকর্তাকে আর্থিক ক্ষমতা দিয়ে করপোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়া হয়।

এদিকে প্রশাসক নিয়োগ দেওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর ধারা ২৫ক–এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এছাড়া, অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত