ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

মূল মহাসড়ক বাদ দিয়ে ঢাকা-সিলেট বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

মূল মহাসড়ক বাদ দিয়ে ঢাকা-সিলেট বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
ঢাকা-সিলেট মূল মহাসড়ক বাদ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করায় প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাবসায়ী, রাজনিতিক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের মানুষ। ছবি: প্রতিবেদক

দেশের সর্ব বৃহত্তর পাইকারী কাপড়ের হাট শেখেরচরের বাবুর হাট বাঁচাও। মাধবদী বাচাঁও। শেখেরচর বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস সড়ক মানি না। এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী মাধবদীতে ঢাকা-সিলেট মূল মহাসড়ক বাদ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করায় প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাবসায়ী, রাজনিতিক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের মানুষ।

বৃহস্পতিবার দুপুরে মাধবদী ব্যবসায়ী, কৃষকদল, তাঁতী দলসহ বিএনপির বিভিন্ন ব্যানারে সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়।

এসময় বাইপাস সড়ক বাদ দিয়ে বর্তমান মাধবদী মূল ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ৬ লেন রাস্তার উন্নতিকরণে দাবি জানানো হয়। দাবি মানা না হলে দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ হরতালের ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে মাধবদী বাবুরহাটের পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত এই সড়ক দিয়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সহজে যানবাহন চলাচল করছে। সম্প্রতি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বর্তমান মাধবদী বাবুরহাটের পাশ দিয়ে চলাচলরত ঢাকা-সিলেট রোড বাদ দিয়ে ভিন্ন পথ তৈরি করে। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের সবচেয়ে বড় পাইকারী বাবুর হাট। ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার ব্যবসায়ীসহ সর্বসাধারণ মানুষ। আর্থিক খাতে ক্ষতি হবে হাজার হাজার কোটি টাকা। ফলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। তাই বর্তমান মহাসড়ক ঠিক রেখে ৬ লেনে উন্নিতকরণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও মাধবদী বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী। মাধবদী বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মফিজুল ইসলাম, আব্দুল বাতেন শাহীন, হাবিবুর রহমান হাবিব, জোবায়ের নকিক প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত