গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬
![গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু](/assets/news_photos/2025/02/13/image-284332-1739425009bdjournal.jpg)
ভোলার তজুমদ্দিনে গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নয়ন (২৬) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা মো. আমির হোসেন (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরের দিকে সোনার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরুচুরির সময় হাতেনাতে ধরা পড়েন ওই দুইজন। পরে গরুর মালিক আব্দুল খালেকের পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গণপিটুনি দেন। এতে ঘটাস্থলেই তারা দুইজন মারা যান। তবে নিহত দুইজন পেশাদার গরুচোর বলেও দাবি করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে সকালের দিকে নিহতদের মরদেহ তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এছাড়াও পুরো বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এফএম