ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

এক যুগ পর আজ নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতে ইসলামী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮

এক যুগ পর আজ নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতে ইসলামী
ফাইল ছবি

দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০১৩ সালে আদালতের রায়ে নিবন্ধন অবৈধ ঘোষণার পর আর ইসিতে যায়নি জামায়াত। দলটির নিবন্ধন অবৈধ হওয়ার আগে ২০১২ সালের শেষের দিকে ইসিতে গিয়েছিল জামায়াত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে বৈঠক করবে বলে জানিয়েছে দলটি। বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে মিয়া গোলাম পরওয়ার প্রেস ব্রিফিং করবেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ইসিতে আসার কথা রয়েছে। তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এজন্য ১০টায় দলটিকে সময় দেয়া হয়েছে।

এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান।

ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত