ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

কীর্তনখোলায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৪

  প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৮

কীর্তনখোলায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৪
বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে ব্যারেল বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে ব্যারেল বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। যাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার বিকেলে নগরের ত্রিশ গোডাউন এলাকায় যমুনা ডিপো থেকে তেল নিয়ে রওনা হওয়ার সময় নদীতে এ ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান জানান।

দগ্ধরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার রুবেল, মান্না ও সম্পদ।

ফায়ার সার্ভিসের হেলালউদ্দিন খান বলেন, কীর্তনখোলা নদীর তীরে যমুনা ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। পথে মাঝ নদীতে জাহাজটি আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিযোদ্ধা নৌযানের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন দেখে জাহাজটিতে থাকা ছয়জনের মধ্যে দুইজন নদীতে লাফিয়ে পড়েন। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজের (বার্জ) চালক দুলাল বলেন, যমুনা তেল ডিপো থেকে ব্যারেলে জ্বালানি তেল ভর্তি করছিলাম। এ সময় পাশের পেট্রোল ভর্তি ব্যারেল বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। তখন ডিপো রক্ষায় ট্রলারটি মাঝ নদীতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক চিকিৎসক এস এম মশিউল মুনীর বলেন, দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। ঢাকায় পাঠানো হয়েছে তাদের।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত