ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বইমেলায় হট্টগোল: তদন্ত কমিটি গঠন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৬

বইমেলায় হট্টগোল: তদন্ত কমিটি গঠন
সংগৃহীত ছবি

অমর একুশে বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলা একাডেমি। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সব্যসাচী স্টলের সংঘটিত ঘটনাকে ‘অনভিপ্রেত’ হিসেবে তুলে ধরে এটির সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠনের কথা বলেছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ হারুন রশিদকে। অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রবিউল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন, সৃংস্কৃতি কর্মী মোহাম্মদ রোমেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি আবুল বাশার ফিরোজ শেখ ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

একাডেমির প্রেসের ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

এর আগে, তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ‘সব্যসাচী’ স্টলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে চড়াও হয় একটি পক্ষ। বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ লেখক ও প্রকাশক শতাব্দী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায়।

এসময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা। এক পর্যায়ে শতাব্দী ভবকে থানায় নিয়ে যেতে চাইলে তার ওপর হামলা করে বিক্ষুব্ধ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেয়া হয়।

এই ঘটনায় তীব্র সমালোচনা তৈরি হওয়ার পর সোমবার রাতেই বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঘটনার পর থেকে বন্ধ আছে সব্যসাচীর ১২৮ নম্বর স্টলটি। তবে বাংলা একাডেমি সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেছে, বাংলা একাডেমি মেলায় কোনো স্টল বন্ধ করেনি এবং কোনো বইও নিষিদ্ধ করেনি।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত