২০২৩-২৪ অর্থবছর
জিডিপি প্রবৃদ্ধি ৪.২২ শতাংশ, চার বছরের মধ্যে সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৬
![জিডিপি প্রবৃদ্ধি ৪.২২ শতাংশ, চার বছরের মধ্যে সর্বনিম্ন](/assets/news_photos/2025/02/09/image-284175-1739120274bdjournal.jpg)
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৪ দশমিক ২২ শতাংশ বেড়েছে, যা চার বছরের মধ্যে সবচেয়ে কম। জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বেড়েছে ৪ দশমিক ২২ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
এছাড়াও এটি বিবিএসের সাময়িক প্রাক্কলনের চেয়ে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট কম। গত বছরের মে মাসে বিবিএস যে সাময়িক প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৫ দশমিক ৮২ শতাংশ।
রোববার বিবিএসের এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড দশমিক মুহাম্মদ ইউনূসকে জানানো হয়। পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব আরও জানান, চলতি অর্থবছরের জন্য মোট জিডিপির আকার ৪৫৯ বিলিয়ন ডলারের সাময়িক প্রাক্কলন থেকে কমিয়ে ৪৫০ বিলিয়ন ডলার করা হয়েছে।
জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল।
প্রবল গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা পরে নামিয়ে আনা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশে। চূড়ান্ত হিসেবে প্রবৃদ্ধি পাওয়া গেল তার চেয়ে অনেক কম।
২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। তাতে ২০১৯-২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে যায় ৩ দশমিক ৪৫ শতাংশে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। এরপর ২০২৩-২০২৪ অর্থবছরেই সবচেয়ে কম প্রবৃদ্ধি অর্জিত হল।
একটি দেশে সারা বছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসাব করা হয়। চূড়ান্ত হিসাবে ২০২৩-২০২৪ অর্থবছর শেষে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার।
জিডিপির এই অংকও সাময়িক হিসাবের তুলনায় কম। গতবছর অগাস্টে প্রকাশিত সাময়িক হিসাবে জিডিপির আকার ধরা হয়েছিল ৪৫৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ জার্নাল/এফএম