ঢাকা, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে বন্ধ থাকবে যেসব সড়ক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩০

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে বন্ধ থাকবে যেসব সড়ক
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলের ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হবে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা হতে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সকল যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।’

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত