বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০
![বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩](/assets/news_photos/2025/02/07/image-284066-1738937208.jpg)
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ।
নিহতরা হলেন- অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)। তিনি পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। এ ছাড়া নিহত কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান আহাম্মেদ রাফির (৫) বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাসিন্দা। কাকলী কাচঁপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন।
কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, কাচঁপুরে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এফএম