উপদেষ্টা আসিফের আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে এলো বৈষম্যবিরোধীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩
![উপদেষ্টা আসিফের আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে এলো বৈষম্যবিরোধীরা](/assets/news_photos/2025/02/07/image-284020-1738898673bdjournal.jpg)
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য আসামিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবিতে রাজধানীর মিন্টো রোডে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে তারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তিনি সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় ১৬ বছরে যাদেরকে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল তাদের অনেকেই অস্ত্র জমা দেননি। তবে লাইসেন্সকৃত অধিকাংশ অস্ত্রই পুলিশ জব্দ করেছে। কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।
আসিফ জানান, পরাজিত ফ্যাসিবাদী শক্তি আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই বিষয়টি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার জানতে পেরেছে।
উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর যে অভিযান হয়েছিল, সেটা ইফেক্টিভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং জনগণের জন্য হুমকিস্বরূপ যে অস্ত্রগুলো এখনো বাইরে আছে সেগুলো উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত নির্দেশনা দিবো। আপনারা এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন।
কোনো ফ্যাসিবাদী শক্তি জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠলে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও আশ্বস্ত করে আসিফ মাহমুদ আন্দোলনকারীদের ফিরে যাওয়ার অনুরোধ করেন। পরে আন্দোলনকারীরা মিন্টো রোড ছেড়ে চলে যান।
এর আগে, রাতে আব্দুল হান্নান মাসউদ কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি লেখেন, জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু। দোয়া করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা।
দ্বিতীয় পোস্টে মাসউদ লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করবো রাত সাড়ে ১২টা থেকে। ওনারা ঘুমাবে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন, আসতে পারেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে বাংলামোটর থেকে রওয়ানা দেন শিক্ষার্থীরা। পুলিশের বাধায় রাত পৌনে ১টার দিকে মিন্টো রোডের মাথায় বসে পড়েন তারা।
বাংলাদেশ জার্নাল/আরএইচ