ঢাকা, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ময়মনসিংহে মদপানে তিন বন্ধুর মৃত্যু

  প্রতিনিধি

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪০

ময়মনসিংহে মদপানে তিন বন্ধুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া অসুস্থ একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এক বন্ধুকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয় বলে জানান ওই হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ এসআই শফিক উদ্দিন।

মৃতরা হলেন- উপজেলার চর আলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়া কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সোহেলপুর গ্রামের প্রয়াত সৈয়দ হোসেনের ছেলে নিজাম উদ্দিন (৫০)।

এ ঘটনায় সন্দেহভাজন মাসুদ মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ এসআই শফিক উদ্দিন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মোফাজ্জল হোসেন বলেন, “সকালে বমির কথা বলে সুমনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে আসা সজিব (৩২) হাসপাতালে চিকিৎসাধীন। তারা মদপানের পর অসুস্থ হন।

“এর আগে ভোরে বমি করা অবস্থায় আব্দুল জলিল ও নিজাম উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে তারা মারা গেছেন।”

আটক মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে গফরগাঁও থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, “বুধবার রাতে নিজাম উদ্দিন ঢাকা থেকে এক লিটারের এক বোতল মদ নিয়ে জলিলের বাড়িতে যান। সেখানে পাঁচ বন্ধু মিলে মদপান করেন। কিছুক্ষণ পর চারজন বমি করতে থাকেন।

“পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি শিবিরুল।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত