ঢাকা, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক
ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান উদ্ধার করেন।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটক করে। পরে শুল্ক গোয়েন্দারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও তাদের আটক করেন। তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজে এই স্বর্ণ পাওয়া যায়।

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম-উল-হক স্বর্ণ জব্দ ও দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত