ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

আগরতলা মিশনে ভিসা-কনস্যুলার সেবা চালু করছে বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৮

আগরতলা মিশনে ভিসা-কনস্যুলার সেবা চালু করছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে আগামীকাল বুধবার থেকে পুনরায় ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু হবে।

আজ মঙ্গলবার মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশ সহকারী হইকমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চালু হবে।’

এর আগে গত ৩ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

এর আগের দিন সহকারী হাইকমিশনে হামলা চালায় স্থানীয় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির সদস্যরা। এরপর নিরাপত্তাহীনতাজনিত কারণে মিশনের কার্যক্রম বন্ধ করা হয়।

পরে মিশনের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ ভারতীয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় ৭ জনকে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত