ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মতলব উত্তরে যুবলীগ নেতার হামলা, আহত ছাত্রদল নেতা

  প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯  
আপডেট :
 ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩২

মতলব উত্তরে যুবলীগ নেতার হামলা, আহত ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে উপজেলার এখলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর উপর জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক হামলা করে। এতে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন আছে। শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে গোলাম রাব্বানী বাদী হয়ে জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিককে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিকসহ বিবাদীরা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের লোকজন। দীর্ঘ ১৭ বছর তারা দাঙ্গা হাঙ্গামা, চাঁদাবাজী লুঠপাটসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর স্বৈরাচারী সরকারের পতনের পরে তারা এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। এরমধ্যে কিছুদিন ধরে স্বপন মল্লিকসহ সকল বিবাদীরা ধীরে ধীরে এলাকায় অবস্থান নিয়ে আওয়ামীলীগের মিছিল মিটিং করার পায়তারা করে। ছাত্রজনতা তাদের কর্মকাণ্ড ও মিছিল প্রোগামে বাধা নিষেধ করায় শনিবার দুপুরে এখলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর উপর হামলা চালানো হয়। এ হামলায় গোলাম রাব্বানী গুরুতর আহত হলে, সেখান থেকে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু জানান, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি সন্ত্রাসী স্বপন মল্লিকসহ আওয়ামী পেটুয়া বাহিনীর হাতে আমাদের এখলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এই নেক্কার জনক ঘটনায় মতলব উত্তর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় আমরা শীঘ্রই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কর্মসূচি পালন করব।

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু জানান, এটি একটি নেক্কারজনক ঘটনা, এখনো আওয়ামী লীগের দোসরা বিভিন্ন জায়গায় অপকর্মের চেষ্টা করছে। আমাদের ছাত্রনেতার উপর আওয়ামী সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী জানান, এখলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের উপর আওয়ামী সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি যাতে অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত