নরসিংদীতে মরিয়ম টেক্সটাইলে অগ্নিকাণ্ড
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩০
নরসিংদীর শেখেরচরের মেহেরপাড়ায় মরিয়ম টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে কারখানাটির তৈরি কাপড়সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার শেখেরচরের মেহেরপাড়া এলাকায় মরিয়ম টেক্সটাইলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানিয়েছেন, দুপুর ২টার দিকে সদর উপজেলার শেখেরচরের মেহেরপাড়া এলাকায় মরিয়ম টেক্সটাইলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও মাধবদী ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার তৈরি কাপড়, মেশিনারিজসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।
বাংলাদেশ জার্নাল/এমপি