চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান নোয়াব আলী গ্রেপ্তার
প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬
চট্টগ্রামের আনোয়ারা থেকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত আটটার দিকে নগরের রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার নোয়াব আলী উপজেলার বৈরাগ ইউনিয়নের আবদুর রহিমের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। নোয়াব আলী ২০২২ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নোয়াব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় নোয়াব আলী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, যাচাই-বাছাই করা হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ