ঢাকা, সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

যমুনা থেকে সরলেন আন্দোলনরত জুলাই গণঅভ্যুত্থানে আহতরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫

যমুনা থেকে সরলেন আন্দোলনরত জুলাই গণঅভ্যুত্থানে আহতরা
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে জুলাই আন্দোলনে আহতেরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে যমুনার প্রধান ফটক থেকে সরে যান তাঁরা। জুলাই আন্দোলনে আহতদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আন্দোলনের আহ্বায়ক।

গতকাল রোববার সন্ধ্যার পর উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ মোট সাত দফা দাবিতে ইন্টারকনটিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনে আহতরা। পরে রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তাঁরা।

আন্দোলনে আহতেরা জানান, তাঁরা রাষ্ট্রীয় স্বীকৃতিসহ দায়মুক্তি অধ্যাদেশের নিশ্চয়তা চান। অর্থাৎ কোনো সরকার ক্ষমতায় এসে যেন তাঁদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করে সেই নিশ্চয়তা তাঁদের দিতে হবে। এ ছাড়া চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তি বুঝে সেবা বন্ধ করতে হবে। সবাইকে সমান গুরুত্বের সাথে চিকিৎসা করতে হবে।

কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর আমলারা জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে।

দীর্ঘ দুই ঘণ্টা আলোচনার পর হাসনাত আবদুল্লাহ জানান, আহতদের সব দাবি পূরণ করা হবে। এর পর হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে রাত ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে যান জুলাই আন্দোলনে আহতেরা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত