দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ
প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫
দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।
সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্ট হয়ে যায়। তবে যাত্রী ও যানবাহন নিয়ে কোনো ফেরি মাঝ পদ্মায় আটকে পড়েনি। নৌপথের চলাচল করা ফেরিগুলো পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট পন্টুনে নিরাপদে নোঙর করা রয়েছে।
বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী যানবাহন পারাপারে ফেরি অপারেশন করা হয়। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু হবে বলে তিনি জানান।
বাংলাদেশ জার্নাল/ওএফ