ঢাকা, রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

আখেরি মোনাজাত শেষে ঘরমুখী মানুষের ঢল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮

আখেরি মোনাজাত শেষে ঘরমুখী মানুষের ঢল
ছবি: সংগৃহীত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা শেষ হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। আখেরি মোনাজাত শেষে রাস্তায় ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে টঙ্গীর তুরাগ তীর ছাড়াও আশপাশের এলাকায় নামে মুসল্লিদের ঢল। এই আয়োজনে দেশ-বিদেশের প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

এবারও মোনাজাত শেষে ফেরার পথে সেই চিরচেনা ভোগান্তি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশুলিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ফিরতি মুসল্লিদের বিড়ম্বনা ও কষ্টের সীমা ছিল না। যানবাহন সংকটে অনেকেই ফেরেন পায়ে হেঁটে। পিকআপ ভ্যানেও চাপেন কেউ কেউ। এ ছাড়া চাপ ছিল ট্রেনেও। বগিতে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়েই ছাদে চড়েন দূরের যাত্রীরা।

মুসল্লিদের সুবিধায় ভোর থেকেই বন্ধ রাখা হয় টঙ্গী থেকে কামারপাড়া, গাজীপুরের ভোগড়া বাইপাস ও আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল সড়কে চলাচল। তাই আখেরি মোনাজাত শেষে গন্তব্যে যেতেও পায়ে হাঁটাই ছিল ভরসা।

মুসল্লিরা বলেন, দু-একটি পিকআপ-মোটরসাইকেল ছাড়া তেমন কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না। তুরাগ তীরে যাওয়ার মতোই ফেরার পথেও একই ভোগান্তি।

অন্যদিকে লম্বা দূরত্বে ট্রেনকেই বেছে নেন মুসল্লিদের বড় অংশ। বগিতে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকেই চড়েন ছাদে। তবে আগামীতে এ দুর্ভোগ লাঘবে ঢাকার নানা প্রান্ত থেকে তুরাগ পর্যন্ত বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন মুসল্লিরা।

মোনাজাতের পর সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। তবে অধিকাংশ যানবাহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন একাধিক মুসল্লি।

রবিবার ভোররাত থেকে যানবাহন শূন্য সড়ক-মহাসড়ক ও নদীপথে টুপি-পাঞ্জাবি পরা মানুষের বাঁধভাঙা জোয়ার শুরু হয়। চারিদিকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সকাল ৭টার মধ্যে গোটা এলাকা জনতার মহাসমুদ্রে পরিণত হয়।

এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এর পর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত