ঢাকা, রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

দেড় লাখ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক, পালাতে গিয়ে একজনের মৃত্যু

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩

দেড় লাখ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক, পালাতে গিয়ে একজনের মৃত্যু
দেড় লাখ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক। ছবি - প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাদক বিরোধী অভিযানে দেড় লাখ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় পালাতে গিয়ে পানিতে ডুবে একজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ।

নিহত হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা মৃত ছৈয়দ হোসেনের পুত্র আব্দুস শফি (৪৫)। আটক হয়েছেন- মো. তুহিন (২৫)। তিনি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ বলেন, শনিবার সকালে নাফ নদীতে শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে ট্রলারযোগে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। পরে তারা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দেন।

কিন্তু কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে একজন নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজ্জাদ আরও বলেন, ওই সময় ট্রলারটি তল্লাশি করলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সেই সাথে এই ইয়াবা চালানের সাথে জড়িত তুহিন নামের এক যুবককেও আটক করা হয়।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত