ঢাকা, রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

৫৮তম বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানমুখী মুসল্লিদের ঢল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬  
আপডেট :
 ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১

আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানমুখী মুসল্লিদের ঢল
সংগৃহীত ছবি

দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে তাবলীগ শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্যদিয়ে গতকাল শনিবার দ্বিতীয় দিন অতিবাহিত হয়। আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হতে চলেছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশগ্রহণের জন্য টঙ্গীমুখী মুসল্লিদের ঢল নেমেছে।

আজ সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে টঙ্গীর দিকে যাত্রা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে এয়ারপোর্ট ও তৎসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই ঘন কুয়াশা থাকলেও তা উপেক্ষা করেই আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছেন মুসল্লিরা। কেউ পায়ে হেঁটে কেউ বাস ও পিকআপে করে রওনা হয়েছেন।

রাজধানীর খিলক্ষেত থেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন মাইনুল ইসলাম। তিনি বলেন, কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করলাম কিন্তু বাস না পাওয়ায় হেঁটেই রওনা হয়েছি। এখান থেকে খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ চলে যেতে পারবো।

বাড্ডা এলাকা থেকে দলবলসহ টঙ্গীর দিকে রওনা হয়েছেন আব্দুর রহমান। তিনি বলেন, বিশ্বরোড পর্যন্ত বাসে এসেছি কিন্তু এরপর আর বাস যাচ্ছে না। তাই হেঁটে রওনা দিয়েছি। শীতল আবহাওয়া থাকায় খুব একটা কষ্ট হচ্ছে না।

একই কথা জানালেন নতুন বাজার থেকে আসা মুসল্লি খালেকুর রহমান। তিনি বলেন, বিশ্বরোডের পর বাস চলাচল বন্ধ। ফলে সেখান থেকে হেঁটে আসছি। তবে কষ্ট হচ্ছে না, আখেরি মোনাজাতে অংশ নিতে পারলেই খুশি।

মুসল্লিদের চাপ সামলাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। রোববার ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। এসব সড়কে কোনো পণ্যবাহী যান চলবে না। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করবে।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত