ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

পাথর চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা, রেলওয়ের ৪ নিরাপত্তাকর্মী বরখাস্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:১২

পাথর চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা, রেলওয়ের ৪ নিরাপত্তাকর্মী বরখাস্ত
প্রতীকী ছবি

সিলেটের ভোলাগঞ্জে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংকার এলাকায় পাথর চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে।

চুরির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করার কথাও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সাময়িক বরখাস্ত হওয়া সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক শাহাদাত হোসেন, হাবিলদার কাজী শাহাদাত হোসাইন ও সিপাহী আব্দুল হাই। তারা ভোলাগঞ্জ পাথর কোয়ারি বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয় বলছে, পাথর চুরির ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্টকে আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন বাংলাদেশ রেলওয়ে সিলেট অঞ্চলের একজন জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী।

কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকার পাথর চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সেখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যর মত দেখতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত