কুমিল্লায় একদিনে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
কুমিল্লায় একদিনে এক নারী ও দুই পুরুষসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার সদর দক্ষিণ, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর উপজেলার দহশালা শাকচর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে মুহাম্মদ আলতাফ হোসেন (৪৭)। তিনি প্রগতি ইন্সুরেন্সে চাকরি করতেন। মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন পূর্বপাড়ার মৃত আইয়ুব আলীর স্ত্রী কমলা বেগম (৫০) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইন্সুরেন্সে চাকরি করতেন। মরদেহ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছেন। তদন্ত চলমান রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।
মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমন হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মনোহরগঞ্জের বান্দুয়াইন গ্রামের সড়কের পাশ থেকে কমলা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খালে অজ্ঞাতপরিচয় এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে একটি জ্যাকেট ছিল। তবে তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এফএম