তিনদিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার পুনর্মূল্যায়ন: ফারুকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৪ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:০০
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বলেছেন, বাংলা একাডেমির পুরস্কার এখনো বাতিল হয়নি, স্থগিত করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে পুরস্কার পুনর্মূল্যায়ন করা হবে। যাদের নামে অভিযোগ এসেছে তাদের বিষয়টি যাচাই করে দেখা হবে।
রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘ভুল করে গো ধরে বসে থাকার চেয়ে ভুল সংশোধন করা ভালো। বাংলা একাডেমির পুরস্কার পদ্ধতি অদ্ভূত। এখানে একটা কোটারি পদ্ধতি আছে। কোটারি স্বার্থের যে ব্যবস্থা তা দূর করতে পুরো বাংলা একাডেমিকে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলা একাডেমিকে কীভাবে ঢেলে সাজানো যায়, সেজন্য সংস্কার কমিশন করা হচ্ছে। এই একাডেমির পুরস্কার পদ্ধতি, পরিচালন পদ্ধতিসহ সবকিছুই সংস্কার করা হবে, বাংলা একাডেমিকে কীভাবে সত্যিকারের চিন্তা চেতনার মননের প্রতীক যাতে করা যায়, সেই সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরও বলেন, বাংলা একাডেমিতে এমন এক ব্যবস্থা করা হয়েছে যেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া ঢুকতে পারবে না। আবেদন না করলেও জাতীয় পুরস্কার দেয়া যায়। রাষ্ট্র যাকে যোগ্য মনে করে রাষ্ট্রীয় পুরস্কার তাকে দেয়া উচিত বলে ব্যক্তিগতভাবে মনে করি।
কেন পুরস্কার স্থগিত করা হলো এমন এক প্রশ্নের জবাবে বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, প্রথম কথা হলো আমাদের ভুল হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের ব্যাপারে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ এসেছে। যাচাই করে দেখা হবে। বিদ্যমান কাঠামো অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। কিন্তু সেখানে কিছু ভুল হয়েছে বলেই পুনর্মূল্যায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। অপরাধমূলক যে বিষয়, সেটার সম্পৃক্ততা পাওয়া গেলে বাতিল হবে।’
এসময় বাংলা একাডেমির মহাপরিচালক জানান, স্টল বরাদ্দ নিয়ে এক প্রকার সমালোচনাতো হয়েছেই। প্রত্যেকটা সিদ্ধান্ত একটা বড় কমিটির মাধ্যমে নেয়া হয়েছে। কোনো বই নিষিদ্ধের এখতিয়ার বাংলা একাডেমির নেই। মেলা চলাকালে কোনো বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয় একাডেমি।
অধ্যাপক মোহাম্মদ আজম আরও বলেন, ‘বাংলা একাডেমির সংস্কার চান বিপুল সংখ্যক মানুষ। পুরস্কার ঘোষণার পর নানান ধরনের মনোভাব আমলে নিয়ে পুরস্কার সাময়িক স্থগিত করা হয়েছে। গণহত্যা বা জনবিরোধী রাজনীতির সাথে কারো জড়িত থাকার সরাসরি প্রমাণ পেলে তার পুরস্কার বাতিল করা হবে। কমিটি কাজ করছে। ৩ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। বাংলা একাডেমির সংস্কারে শিগগিরই সংস্কার কমিটি গঠন করা হবে।’
এর আগে গতকাল ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয়া হয়। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার পর থেকেই কবি–লেখকদের একাংশ প্রতিবাদমুখর হয়ে ওঠে। এরইমধ্যে ‘বিতর্কিত বাংলা একাডেমি পুরস্কার–২০২৪ বাতিল ও ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রতিবাদে’ একাডেমি ঘেরাও কর্মসূচি দেয় বিক্ষুব্ধ কবি–লেখক সমাজ নামের একটি সংগঠন।
গত ২৩ জানুয়ারি ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি–লেখকদের নামের তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে ১০ জন কবি ও লেখকের নাম ছিল।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্ত কবি–লেখকদের মধ্য ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়ার কথা ছিল।
বাংলাদেশ জার্নাল/এমপি