কক্সবাজারে ১২ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫
কক্সবাজার শহরে সম্প্রতি ব্যাপকহারে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। তবে তা রোধ করতে পুলিশও সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানে এবারে গ্রেপ্তার হয়েছে ১২ জন দুর্ধর্ষ ছিনতাইকারী।
গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পুলিশ জানায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। তারা মূলত কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয় লোকজনকে জিম্মি করে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছেন। তাদের অপকর্মের ধারাবাহিকতায় সম্প্রতি কক্সবাজার জেলগেট এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের ঘটনার সূত্রধরে গতকাল শুক্রবার রাতে এবং শনিবার ভোর সকালে শহরের বাইপাস সড়কের জেলগেট এলাকার আশপাশে অভিযান চালিয়ে ১২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কক্সবাজার শহরের টেকপাড়ার তানভীর হোসেন (২২), সমিতি পাড়ার মো. সোহেল (২৮), পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল (২০), পাহাড়তলীর ইসুলেরঘোনার ইমরান সরোয়ার (২১), বৌদ্ধমন্দির সড়কের সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো. হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার এলাকার সাইফুল ইসলাম (২৪), টেকপাড়া বার্মিজ মার্কেট এলাকার মো. ইরফান (২০), টেকপাড়ার চৌমুহনীর মিজবাউল হক (২২), রুমালিয়ারছড়ার মো. শাহীন (২২), বাহারছড়ার হাসান মাহমুদ (২৬) ও মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সিহাব উদ্দিন (২৯)।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত সাত দিনে শহরের বিভিন্ন স্থানে ছোট-বড় অন্তত অর্ধডজনের বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের বাইপাস সড়কের নতুন জেলগেট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে অস্ত্রের মুখে ব্যাগ, মুঠোফোন ও আংটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ওই ব্যাগের ভেতরে ২ লাখ ৭৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিল। ওই ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।
কক্সবাজার মেরিন ড্রাইভ রিসোর্ট এন্ড গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ছিনতাইয়ের কারণে ভ্রমণে আসা পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে ভোরে ও সন্ধ্যার পর লোকজন ছিনতাইকারীর কবলে পড়ছেন। সম্প্রতি যেভাবে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে তা বর্ণনাবিহীন। এভাবে চলতে থাকলে এই পর্যটন শহরে কেউ নিরাপদে চলাচল করতে পারবে না।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, গ্রেপ্তার ১২ জনের সবাই পেশাদার ছিনতাইকারী এবং পুলিশের তালিকাভুক্ত। প্রত্যেকের বিরুদ্ধে কক্সবাজার সদর, মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ছিনতাইসহ নানা অপরাধে পৃথক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানে দুটি মুঠোফোন, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক উদ্ধার হয়েছে। লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/এমপি