ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাবিল উদ্দিন (৩০)। তিনি শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। বর্তমানে আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে আজ ভোরে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নিজেকে কৃষক দাবি করে রাজশাহীর হাসপাতালে ভর্তির সময় হাবিল বলেন, তিনি গমখেতে পানি দিতে গিয়েছিলেন। এ সময় ভারতীয় অংশে বিএসএফ দাঁড়িয়ে ছিল। পানির মোটর চালুর করার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজামুল হক বলেন, গমখেতে পানি দেওয়ার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন হাবিল। সেখানে বিএসএফের গুলিতে আহত হন তিনি।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে ওই রোগীর পিঠের ডান দিকে গুলি লেগেছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরে থাকা গুলিটি বের করা হবে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত