ঢাকা, রোববার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নিউমার্কেট থানায় পুলিশের ওপর হামলা, দুজন রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২২:০৪

নিউমার্কেট থানায় পুলিশের ওপর হামলা, দুজন রিমান্ডে
ফাইল ছবি

রাজধানীর নিউ মার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এ ঘটনায় গ্রেপ্তার বাকি পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে পৃথক দুই মামলায় সাতজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই জনের রিমান্ড মঞ্জুর করেন। আর বাকি পাঁচজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলার সূত্রে জানা যায়, ভোর ৪টায় একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামি মিথুনকে নিউমার্কেট থানার গেইটে আনলে এজাহারনামীয় আসামিরা কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর লাঠি, লোহা, রড, চাপাতি নিয়ে হামলা করে। আসামিদের আক্রমণে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক ১৪ জন এজাহারনামীয় ও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত করে পুলিশের কর্তব্য পালনে বাঁধা ও হত্যাচেষ্টা মামলা করে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ইমন গ্রুপ নামে একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযোগ এনে সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান নিউমার্কেট থানায় মামলা করেন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত