ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

দশম গ্রেড দাবি: অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষকদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৫২

দশম গ্রেড দাবি: অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষকদের
ছবি: সংগৃহীত

দশম গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছে।

তারা বলছে, ‘ডেকে নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফিরে এসে এ কথা জানান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘ডেকে নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি। এ ঘটনায় আমরা অবাক হয়েছি।

আপাতত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে শুক্রবার বিকেলে শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে করে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যান।

সেখান থেকে ফিরে এসে শিক্ষকদের প্রতিনিধি দলটি সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টার সহকারী আসার কথা থাকলেও আসেননি। পরে তাদের স্বারকলিপি গ্রহণকারীর কাছে জমা দিতে বললে তারা স্বারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবেন তারা।

প্রতিনিধি দলে ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

এদিন বিকেল সাড়ে ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা।

এ সময় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সেখান থেকে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত