ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:২৮

রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নিহত জাহাঙ্গীর আলম. ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব‍্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নোয়াপাড়ার নিরামিষপাড়ার মরহুম আবু সৈয়দের বড় ছেলে।

স্থানীয়রা জানান, নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি ওই এলাকার আসত আলী মাতুব্বর পাড়ায়। তবে তিনি থাকতেন চট্টগ্রাম নগরীতে। প্রতি শুক্রবার গ্রামে যেতেন জুমার নামাজ আদায় করতে।

চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জে শুঁটকি ব্যবসা করতেন জাহাঙ্গীর আলম। পাশাপাশি তিনি নোয়াপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারেরও মালিক।

শুক্রবার দুপুরে সেই কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপকের মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির এলাকায় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন জাহাঙ্গীর। মসজিদের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর জাহাঙ্গীরকে গুলি করা হয়।

স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত