ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

টেকনাফের পাহাড় থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩২

টেকনাফের পাহাড় থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২
অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। বাকি শিশুসহ ১০ জন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া এলাকার গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।

আটককৃত অপহরণকারীরা হলো- টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া করাচি পাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয় টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ীর পিছনের গহীন পাহাড়ের চূড়ায়। অভিযানে টেকনাফ থানাসহ জেলা পুলিশের অন্তত অর্ধশত পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অপহরণের শিকার ১৫ জন উদ্ধার

এসময় ঘটনাস্থল থেকে অপহরণের শিকার ১৫ জন ও দুইজন অপহরণকারীকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত ভিকটিমরা জানান, তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬/১৭ দিন যাবৎ ধাপে ধাপে ওই পাহাড়ে এনে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক আটকে রাখে। পাশাপাশি তাদের পরিবার পরিজনকে ফোন দিয়ে নানা অংকের টাকা দাবি করে।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, পুলিশের অভিযানে দুই জন অপহরণকারী আটক হলেও আরও কয়েকজন পালিয়ে গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি ওই এলাকাকে অপহরণমুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত