ফরিদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী হিম উৎসব
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১১
ফরিদপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী হিম উৎসব। জেলা শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল ময়দানে বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী এ হিম উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এ উৎসবের উদ্বোধন করা হয়। স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন ‘ওয়ার্কহলিক ফরিদপুরিয়ান’র আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।
ব্যতিক্রমধর্মী এই উৎসব দেখতে শিশু-কিশোর, বিভিন্ন বয়সি ও শ্রেণিপেশার মানুষ বিকেল থেকেই জড়ো হন শহরের অম্বিকা ময়দানে। উৎসবে ৩২টি স্টলে শীত মৌসুমের নানা প্রকারের খাদ্যসামগ্রী, বাহারি পিঠাপুলি, পোশাকসহ নানা সামগ্রীর পসরা নিয়ে বসেন উদ্যোক্তারা।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ উৎসব। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন।বাংলাদেশ জার্নাল/ওএফ