ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

আজ আমাদের জন্য ঈদ, মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩০

আজ আমাদের জন্য ঈদ, মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনরা
আজ আমাদের জন্য ঈদ, মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনরা। ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জন সাবেক বিডিআর জওয়ান জামিনে মুক্তি পাচ্ছেন আজ। এরমধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৬ জন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি সেল থেকে ১২ জনসহ মোট ১৭৮ জন বিডিআর সদস্যকে মুক্তি দেয়া হচ্ছে।

এর আগে গেলো ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতের আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহীম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।

কারাফটকে অপেক্ষমাণ স্বজনদের কাছে তাদের অনুভূতি জানতে চাইলে বলেন, আজ আমাদের কোনো কষ্ট নেই। আজ আমাদের ঈদের মতো খুশি লাগছে। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হচ্ছে আজ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত