ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:১৯

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার
মশিউর রহমান | সংগৃহীত ছবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানা, শাহবাগ থানা ও ধানমন্ডি থানায় একটি করে মামলা রয়েছে। এর ম্যধ্যে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে।

তিনি আরও বলেন, মশিউর রহমানকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কোর্টে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন তাহলে আদালতে রিমান্ড চাওয়া হবে।

গত বছরের ২৪ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত