অজ্ঞাত নম্বর থেকে ফের হুমকি, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪১
অজ্ঞাত একটি মালয়েশিয়ার নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপের মেসেজকে কেন্দ্র করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে নতুন করে একটি হুমকি পাওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে বিমানবন্দরে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান কামরুল ইসলাম। তিনি বলেন, বিমানবন্দরের সকল বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে বুধবার ভোরে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে একটি বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৩৬ উড়োজাহাজে উচ্চ মাত্রার ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়ামাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়।
সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি শাহজালালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন। পরে ফ্লাইটের ভেতর থেকে আড়াইশো যাত্রী ও ১৩ ক্রুসহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেয়া হয়।
সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। তারা ১১টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/ওএফ