ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, শাহবাগে যান চলাচল স্বাভাবিক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:০৮  
আপডেট :
 ২২ জানুয়ারি ২০২৫, ১৯:১৮

ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, শাহবাগে যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ায় রাজধানীর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সন্ধ্যা ছয়টার দিকে যান চলাচল শুরু হয়। এর আগে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান তৈরিসহ চার দফা দাবিতে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা।

দীর্ঘ সময় ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ থাকায় এর প্রভাবে পড়ে আশপাশের বিভিন্ন সড়কে। তৈরি হয় তীব্র যানজট। ফলে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে বুধবার সন্ধ্যার পর ম্যাটস শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয় রাজধানী অন্যতম ব্যস্ত এ সড়কে।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে সেখানে অবস্থান নেয় তারা।

তাদের চার দফা দাবি হচ্ছে— অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত