ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

কেয়া গ্রুপের ২ প্রতিষ্ঠান বন্ধের নোটিশ, বহু প্রতিবন্ধী শ্রমিক বেকার

  প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮

কেয়া গ্রুপের ২ প্রতিষ্ঠান বন্ধের নোটিশ, বহু প্রতিবন্ধী শ্রমিক বেকার
ছবি: সংগৃহীত

গাজীপুরে কেয়া কসমেটিকস লিমিটেডের আরও দুটি বিভাগ স্থায়ীভাবে বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, আগামী ২০ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কেয়া কসমেটিকসের এ দুটি বিভাগ হলো নিট কম্পোজিট ডিভিশন ও ইউটিলিটি বিভাগ।

নিট কম্পোজিট ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বাক প্রতিবন্ধী জহিরুল ইসলামের দাবি, এই দুটি বিভাগে এক হাজারের মতো বাক ও শ্রবণ প্রতিবন্ধী শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অন্যদের পাশাপাশি তারাও চাকরি হারাবেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার আবু তালেব আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যানের (নীট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত একটি নোটিশ মঙ্গলবার বিকেলে কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেয়া হয়।

নোটিশে লেখা, এতদ্বারা কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) ডাইং ও ইউটিলিটি বিভাগের সকল শ্রমিক ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামালের অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য ডাইং বিভাগের সকল কার্যক্রম আগামী ২০ মে ২০২৫ তারিখ থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষনা করা হলো।

এ দুটো বিভাগে কর্মরত সব শ্রমিক ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ও বিধিমালা অনুসারে সব পাওনা কারখানা বন্ধের ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

এদিকে কেয়া কসমেটিকস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার শওকত হোসেন বুধবার (২২ জানুয়ারি) সকালে বলেন, আমাদের প্রতি বিভাগে অনেক প্রতিবন্ধী শ্রমিক আছেন। তবে এর সঠিক সংখ্যাটি উল্লেখ করতে পারেননি তিনি।

অন্যদিকে কার্যক্রম বন্ধ ঘোষণার খবরে দুই বিভাগের শ্রবণ ও বাক প্রতিবন্ধী শ্রমিকরা মঙ্গলবার (২১ জানুয়ারি) কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। পরে সাজু মার্কেট এলাকায় জড়ো হয়ে কারখানা খোলা রাখার দাবিতে তারা গণস্বাক্ষর সংগ্রহ করেন। পরে রাত ৯টার দিকে গণস্বাক্ষর সংগ্রহের সময় বেশ কয়েকজন প্রতিবন্ধীকে চিৎকার করে কাঁদতে দেখা যায়।

এর আগে গত ৩১ ডিসেম্বর একই কারণ দেখিয়ে কেয়া গ্রুপের নীট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নীটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের কারখানা বন্ধের ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত