সাহসী এএসআইকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:১১ আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:২৯
জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন। এবার এই কাজের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাকে পুরস্কৃত করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে তিনি এএসআই মেসবাহ উদ্দিনকে পুরস্কৃত করেন।
এ সময় ডিএমপি কমিশনার তার হাতে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন ও তার সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন। সঙ্গে এ-ও বলেন, মেসবাহ উদ্দিনের এমন কর্ম অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ভাটারা থানার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করেন এএসআই মো. মেসবাহ উদ্দিন।
বাংলাদেশ জার্নাল/আরএইচ